সূচিপত্র * পাকিস্তানের দুর্বিপাকের পূর্ববঙ্গ * পাকিস্তান পতনের কারণগুলোর যৌক্তিকতা * পাকিস্তানে সংঘর্ষের মূল কারণগুলো * অর্থনৈতিক বৈষম্য * পাকিস্তানি শাসকচক্রের বিশ্বাসঘাতকতা * এক নতুন সূচনা পর্ব * ১৯৭০ : নির্বাচন-পূর্ব টালবাহানা * ১৯৭১ : নির্বাচনোত্তর প্রহসন * পাক-সামরিক বাহিনীর অভিযান * অবিস্মরণীয় পঁচিশ দিন * গণহত্যা * গোয়েবলসের পুনরাগমন * আশি লাখ লোক কেন মারা যাবে? * কেন বাংলাদেশ? * অনুবাদকের মন্তব্য * পরিশিষ্ট
অ্যান্থনী ম্যাসকারেনহাস
অ্যান্থনী মাসকারেণহাস (১৯২৮-'৮৬) জন্মসূত্রে ভারতীয় গােয়ানীজ খৃস্টান, বসবাস সূত্রে পাকিস্তানী। করাচীতে সাংবাদিকতা পেশায় ১৯৪৭ সনে বয়টার -এ যােগ দেন। পাকিস্তান সংবাদ সংস্থা, এপিপি এবং নিউইয়র্ক টাইমস, টাইম/লাইফ সাপ্তাহিকীর ১৯৪৯-১৯৫৪ পর্যন্ত সংবাদদাতা ছিলেন। করাচীসহ “দি মর্নিং নিউজ”এর চীপ রিপাের্টার, পরে সহ-সম্পাদক পদে ১৯৬১ সন থেকে ১৯৭১ সনের মে মাস পর্যন্ত কর্মরত ছিলেন। একাত্তরের এপ্রিল মাসে ঢাকা সফরকালে গণহত্যার তথ্যাদি সংগ্রহ করেন এবং বিলেতে পালিয়ে গিয়ে সানডে টাইমস (১৩ই জুন ’৭১) পত্রিকায় গণহত্যার তথ্যাদি প্রকাশ করে বিশ্ব বিবেককে জাগ্রত করতে অগ্রণী ভূমিকাপালন করেন। তাছাড়া উপমহাদেশের রাজনৈতিক ঘটনাবলী অন্তরঙ্গ আলােকে প্রত্যক্ষ করে সাংবাদিকের স্বভাবসুলভ ভঙ্গিতে তা বর্ণনা করেন। দ্যা রেইপ অব বাংলাদেশ এবং বাংলাদেশ রক্তের ঋণ গ্রন্থ দুটি সেই আলােকেই বিচার্য। ১৯৮৬ সালের ৬ই ডিসেম্বর অ্যান্থনী মাসকারেণহাস হৃদরােগে আক্রান্ত হয়ে লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।