অনেক চাঁদ। ১২টা রূপকথা। কিন্তু এই এক ডজন গল্প বের করতে পড়া হয়েছে শত শত গল্প, সাইবার দুনিয়ায় কাটানো হয়েছে ঘণ্টার পর ঘণ্টা, ঘাঁটা হয়েছে সর্বকালের সেরা রূপকথার কয়েকশ তালিকা, নেয়া হয়েছে কয়েকজন রূপকথা বিশেষজ্ঞের পরামর্শ। আর এ সবকিছুরই ফসল এই বই। বিভিন্ন ভাষার সেইসব মৌলিক রূপকথাই শুধু নেওয়া হয়েছে, যেগুলোর স্রষ্টা কোনো জনগোষ্ঠী নয়, একজন মাত্র মানুষ। বৈচিত্র্য রাখার চেষ্টা করা হয়েছে, ফলে যেমন আছে ক্লাসিক ধাঁচের রূপকথা, তেমনি আছে একেবারে আধুনিক পটভূমির গল্প। কোনো গল্প পড়ে হেসে উঠতে হবে হো হো করে, কোনোটায় রোমাঞ্চে কাঁটা দিয়ে উঠবে গা, কোনোটা পড়ে আবার খারাপ হয়ে যাবে মন। সব মিলিয়ে সর্বক্ষুধা নিবারণী আশ্চর্য এক ভোজ। তোমাদের ক্ষুধা মিটলেই রান্না সার্থক
মনসুর মুসা
এই বইয়ের রচয়িতা মনসুর মুসা ভাষাতত্ত্ব অধ্যয়ন করেছেন যুক্তরাজ্যে আর যুক্তরাষ্ট্রে, সিঙ্গাপুরে, দক্ষিণ কোরিয়ায় ; অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাঙলা বিভাগে ; তারপর আধুনিক ভাষা ইনস্টিটিউটে। আধুনিক ভাষা ইনষ্টিটিউট-এর পরিচালক ছিলেন তিনি। দু বার তিনি বাংলা একাডেমীর মহাপরিচালক ছিলেন। তাঁর আগ্রহ আধুনিক ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখায় ; সমাজভাষাবিজ্ঞানে, মনোভাষাবিজ্ঞানে এবং ভাষা-পরিকল্পনায়। মানুষের ভাষা-সমস্যা সম্পর্কে তিনি বহু প্রবন্ধ লিখেছেন। তুর্কীভাষা আন্দোলন, শ্রীলঙ্কার ভাষা-সমস্যা, আসামের ভাষাদাঙ্গা, বাঙলা ভাষা ও রাজনীতি, প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকের ভাষাতাত্ত্বিক মূল্যায়ন ইত্যাদি গবেষণামূলক প্রবন্ধ দেশে বিদেশে সুধীজনের দৃষ্টি আকর্ষণ করেছে।