ফ্ল্যাপের কিছু কথাঃ যে শব্দ যখন তৈরি হয় তখন তা বিষেশ বন্তু বা ভাব প্রকাশ করে থাকে। এইটা হলো শব্দের অর্থ। শব্দের অর্থ সব সময় এক রকম থাকে না। শব্দ চিরকাল একই অর্থ বহন করে না। কালক্রমে দেখা যায়, অনেক শব্দের মূল অর্থ আগের মতো আর নেই। পরিবর্তিত হয়ে গেছে। পরিবর্তন নানা কারণে ঘটে। এই ব্যাপারটা বাগর্থ বা শব্দর্থ বিজ্ঞানের অন্তর্গত বিষয়। বাংলাভাষায় অসংখ্য সংস্কৃত শব্দ রয়েছে। সব শব্দই আর সংস্কৃতভাষার মূল অর্থ বহন করে না। বাংলাভাষায় ব্যবহৃত আরবি, ফারসি, তুর্কি ইত্যাদি শব্দের বেলাতেও সেই একই ব্যাপার ঘটেছে। ইডিয়ম ভাষাকে জোরালো, তীক্ষ্ম ও প্রাণবস্ত করে। ব্যবহার ব্যাকরণ মেনে হলেও ইডিয়ম ব্যাকরণের নিয়ম মেনে, জীবন সংসারের বিচিত্র সব চিত্র দেখে। শব্দের অর্থ পরিবর্তনের চালচিত্র ও ইডিয়মের পশ্চাৎ-চিত্র নিয়ে এই বই। নামেই শুধু অভিধান। এতে নেওয়া হয়েছে শুধু এমন সব শব্দ ও ইডিয়ম, যেগুলো বেশ মজার, বিচিত্র, মনোরম ও আমোপূর্ণ। শুধু বর্ণানুক্রমিকভাবে এগুলো সাজানো হয়েছে বলে এই অভিধান নাম।