ড. মাহবুবুল হক এক ক্লান্তিহীন, মনস্বী ও বহুদর্শী লেখক। বানান ও ব্যাকরণ থেকে আরম্ভ করে নজরুল, তা থেকে কথাসাহিত্যের মেধাবী আলোচনা, সেই সঙ্গে মুক্তিযুদ্ধ ও ভাষা-সংস্কৃতির সংগ্রাম-সমন্ত বিষয়ে তাঁর সচেতন প্রগতিশীল চিন্তা সক্রিয় থাকে। তার নিদর্শন হিসাবে এ গ্রন্থে কয়েকটি আখ্যানের সূত্র ধরে নানা প্রসঙ্গের তীক্ষ্ণ ও বিশ্লেষণাত্মক আলোচনা করেছেন। মীর মশাররফ হোসেনের ‘বিষাদ-সিন্ধু; রবীন্দ্রনাথের ‘বৈকুণ্ঠের খাতা; শরৎচন্দ্রের ‘শ্রীকান্ত; সৈয়দ ওয়ালীউল্লাহর ’বহিপীর; জহির রায়হানের আরেক ফাল্গুন’-এর উপর লেখাগুলি যেমন মনকে টানে, তেমনি আবুল ফজল, স্বাধীনতা-উত্তর চট্টগ্রামের প্রবন্ধ, বাংলা প্রবন্ধ-সাহিত্যে বৌদ্ধ-চর্চা ও অশোক-চর্চা তথ্যের সম্ভারে, দৃষ্টিভঙ্গির নতুনত্বে ও বিশ্লেষণের তীক্ষ্ণতায় আমাদের মুগ্ধ করে। যে কোন শ্রেণির পাঠক এ বই পড়ে পুরস্কৃত বোধ করবেন।