সাহিত্যের কোনো ব্যাখ্যা হয় না; বিচার তো নয়-ই। এই গ্রন্থর প্রবন্ধগুলিতে সেই কথাটাই জোরেশোরে বলার চেষ্টা করেছেন জাকির তালুকদার। প্রবন্ধগুচ্ছে সমাজসাহিত্যের বিভিন্ন প্রসঙ্গ অবতারণা লক্ষণীয়। গল্প এবং উপন্যাসকে কেন্দ্র করে গড়ে উঠেছে কয়েকটি ভিন্ন ধাঁচের প্রবন্ধ ও মুক্তগদ্য। সাহিত্যব্যাখ্যা ও বিচারের নামে যেসব নন্দনতাত্ত্বিক ও সাহিত্যতাত্ত্বিক প্রপঞ্চ বিভিন্ন সময় টেনে আনা হয়ে থাকে, সেগুলিকেই বরং বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর একটি প্রবণতাও খুঁজে পাওয়া যাবে বর্তমান গ্রন্থটিতে।
জাকির তালুকদার
জন্ম ২০ জানয়িারি ১৯৬৫ নাটোরে। চিকিৎসাবিজ্ঞানে স্নাতক। স্নাতকোত্তর ডিগ্রী স্বাস্থ্য অর্থনীতিতে। সমকালীন মুলধারার বাংলা কথাসাহিত্যে তাঁর অপরিহার্যতা ইতোমধ্যেই প্রতিষ্ঠিত। অনবরত বাঁকবদল তাঁর সাহিত্যিকতার প্রধান বৈশিষ্ট। বিষয় ও আঙ্গিকে, মাধ্যম ও প্রকরণে তাঁর স্বাতন্ত্র্যচিহ্নিত অবস্থান সকল মহলেই স্বীকৃত। কথাসাহিত্য এবং চিন্তামূলক কর্মকাণ্ডের সকল ক্ষেত্রে বিচরণকারী জাকির তালুকদার ২৫ গ্রন্থের জনক। বাংলাসাহিত্যের স্বদেশ প্রত্যাবর্তন তাঁর দ্বিতীয় প্রবন্ধগ্রন্থ।