উনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলা গদ্য যে বিশিষ্টতা অর্জন করেছিল, এযুগের পাঠকের-লেখকের কাছে সেটা আবারও তুলে ধরা হয়েছে এই সংকলনে। এযুগের বাংলা গদ্য তার শেকড়-পরিচয় অনেকটাই হারিয়ে ফেলেছে। ঐতিহ্যবোধ তেমন কাজ করছে না। ফলে এর অনিয়ন্ত্রিত গতিপথে অনেক স্বেচ্ছাচারিতা প্রশ্রয় পেয়েছে। এই প্রবণতার বিপরীত শক্তি হিসেবে জিল্লুর রহমান সিদ্দিকী দাড় করাতে চেয়েছেন ঐতিহ্যবাহী বাংলা গদ্যের এই উত্তম ধারাকে। ভাষা তার স্বাভাবিক বিবর্তনের ধারায় অগ্রসর হবে, তার অঙ্গেই লেখা থাকবে তার যুগলক্ষণ কিন্তু ভাষার এই চলিষ্ণুতা, এই গতিশীলতার মধ্যেও ভাষা যেন তার জন্মপরিচয় ভুলে না যায় সেদিকে ভাষাপ্রেমী ও সাহিত্যানুরাগী সবার শক্ত দৃষ্টি রাখা প্রয়োজন।
জিল্লুর রহমান সিদ্দিকী
জিল্লুর রহমান সিদ্দিকী (জন্ম: ১৯২৮)। শিক্ষাজীবন কলকাতা প্রেসিডেন্সী কলেজ, ঢাকা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। প্রাক্তন ভাইস-চ্যান্সেলর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ১৯৯০-৯১ সালের কেয়ারটেকার গভর্নমেন্টের শিক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন। একাধারে কবি, সমালোচক ও অনুবাদক। উল্লেখযোগ্য গ্রন্থ আত্মজীবনী: আমার চলার পথে। পুরস্কার : আলাওল সাহিত্য পুরস্কার (১৯৭৭); বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৯); কাজী মাহবুবুল্লাহ ও বেগম জেবুন্নিসা ট্রাস্ট সম্মাননা (১৯৯০); অলক্ত সাহিত্য পুরস্কার (১৯৯৮); স্বাধীনতা পুরস্কার (২০১০)।