বিদ্যাসাগর বাংলা সাহিত্যের অতি পরিচিত একটি নাম। সাহিত্যের যতি চিহ্নের সার্থক ব্যবহারকারী। বাংলা গদ্যকে গতিশীল সাবলীল করতে তাঁর অবদান সবচেয়ে বেশি। এমন সূক্ষ্ম চিন্তা মাথায় রেখে প্রাবন্ধিক ড. সফিউদ্দিন আহমদ রচনা করেছেন বাংলা গদ্যের জনক : বিদ্যাসাগর গবেষণাধর্মী প্রবন্ধ গ্রন্থটি।