বাংলা গান বর্তমানে একটি তীব্র সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। সে না পারছে অতীত অর্জনের সূত্রকে সৃজনশীলভাবে প্রাসঙ্গিক করে তুলতে, না পারছে আফ্রো-আমেরিকান বা আফ্রো-ইউরোপিয়ান গতির উদ্যমে বলীয়ান সংগীতবুদ্ধিকে নিজের সঙ্গে যথার্থভাবে মিলিয়ে নিতে। বাংলা গান এখন না ঘরের, না ঘাটের। এ বিষয়টি নিয়ে যথেষ্ট আলোচনা হওয়ার প্রয়োজন। আমি একটি ছোট্ট সূচনা করলাম। গ্রন্থে সংকলিত অন্য প্রবন্ধগুলোও বাংলা গানের কিছু গুরুত্বপূর্ণ দিকের ওপর আলোকপাত করবে।