বাংলাদেশে উন্নয়ন এবং ব্যাংক ব্যবস্থা এই মুহূর্তে আলোচিত বিষয় সন্দেহ নেই। উন্নয়নের সঙ্গে ব্যাংক ব্যবস্থার সম্পর্ক অনেক গভীর। অর্থনীতির মূল কেন্দ্রবিন্দুতে থাকে দেশের ব্যাংক ব্যবস্থা। তাই ব্যাংক ব্যবস্থার সমৃদ্ধির মধ্যেই নিহিত সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন। উন্নয়ন এবং ব্যাংক ব্যবস্থার কিছু আলোচিত ও সাম্প্রতিক বিষয় পরিবেশন করা হয়েছে এই সংকলনে। এই গ্রন্থে সংকলিত নিবন্ধগুলো ব্যাংকিং পেশায় সংশ্লিষ্টসহ সাধারণ পাঠকের মনে অর্থনীতি, ব্যাংকিং ও উন্নয়ন বিষয়ে সচেতনতা সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
রেজাউল করিম খোকন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জনের পর ব্যাংকিং পেশায় নিয়োজিত হন। বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকে কর্মরত রয়েছেন। স্কুল জীবন থেকেই তাঁর লেখালেখির সূচনা। ব্যাংকিং পেশায় কর্মব্যস্ততার মাঝেও তিন দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখি করছেন। গল্প-উপন্যাস, বিনোদন, অ্যাডভেঞ্চার, লাইফস্টাইল, অর্থনীতি, ব্যাংকিং প্রভৃতি তাঁর লেখার বিষয়বস্তু। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৮।