ফ্ল্যাপের কিছু কথাঃ ২০০০ সালের গোড়ার দিক। একটি বিদেশি পত্রিকার সম্পাদনার বোঝা ঘাড় থেকে নামিয়ে সবে হাঁপ ছেড়ে বাঁচলাম ভাবছি, আর এক ভূত উড়ে এসে জুড়ে বসল ঘাড়ে। ঘোরাফেরা করছিলই সে। জাঁকিয়ে বসল, যখন সমরেশদার ‘কইতে কথা বাধে’ শেষ না হয়েই শেষ হয়ে গেল। অপ্রিয় সত্যকথনে প্রিয়জনরা তখন সমরেশদার মুণ্ডপাত করছেন যে যাঁর মতো; অবশ্যই তাঁর আড়ালে-আবডালে। একদিন পূর্ণদাস রোড়ে সমরেশদার অফিসে হানা দিয়ে বললাম,- একটি নতুন মাসিকপত্র শুরু করতে চাই; নাম ভেবেছি-‘পত্রপাঠ’। আপনাকে প্রতি সংখ্যাতেই লিখতে হবে। এই যে কইতে কথা সত্যিই বেধে গেল, তা আবার চালু করতে হবে, কইতেই হবে অবরুদ্ধ কথাগুলি। পত্রিকার নামটা শুনেই সমরেশদা হা হা করে দরাজ গলায় হেসে উঠে বললেন,- ‘পত্রপাঠ’! সত্যি, তোমার মাথায় আসেও বটে! ঠিক আছে লিখব।
সমরেশদার বিরল স্নেহে ততদিনে এ অধম সমরেশ মজুমদার রূপী ধৃতরাষ্ট্রের দুর্যোধন। শুরু হল কাগজ। ‘কইতে কথা বাধে’ শিরোনামটি শুধু বদলে গেল, কলমের নাম দিলেন- ‘অকপটে’। বিরূপ প্রতিক্রিয়ার ধাক্কা সামলাতে প্রথম-প্রথম ‘অকপটে’ একটু সতর্ক পা ফেলছিল বটে, কিন্তু নাচের পা কি আর বেতালে চলতে পারে? ফিরে এল ছন্দের অচিরাৎ।সাহিত্য, সমাজ, রাজনীতি, ছাড় পায়নি কেউই।
এ বইয়ের সবচাইতে বড় গুন, প্রায় প্রতিটি রচনাতেই গল্পে স্বাদ। কোনো-কোনোটি তো একেবারে ‘সত্যি নয়, গল্প’। তাঁর রচনার গুণাগুণ যদি এই অধমাধম বর্ণনা করার চেষ্টামাত্রও করে, তবে পাঠককূল যে ‘রেগে আগুন তেলে বেগুন’ হবেন তাতে সন্দেহ নেই। শেখর আহমেদ
সমরেশ মজুমদার
জনপ্রিয় কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের জন্ম ১০ মার্চ ১৯৪৪।
তাঁর শৈশব এবং কৈশাের কেটেছে জলপাইগুড়ির ডুয়ার্সের চা বাগানে। লেখাপড়ায় মন বসতাে না একদমই। ইচ্ছে ছিল নায়ক হবেন। তাই জলপাইগুড়ির বন্ধুদের নিয়ে সাজাতেন নাটকের দল। বাজারের জন্য দিদিমার দেয়া টাকা বাঁচিয়ে তাও খরচ করতেন বন্ধুদের নিয়ে। ষােলাে বছরের এক তরুণ সমরেশ কলকাতায় আসেন ১৯৬০ সালে। ভর্তি হন স্কটিশ চার্চ কলেজে, বাংলায়। এখানেও শুরু হলাে থিয়েটার আর নাটক লেখা, গল্প লেখার কাজ। নাটক লিখলেও নাটক হতাে না। অভিনয়ও জমছে না ঠিকমতাে। ততদিনে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাসের সার্টিফিকেট জুটলাে কপালে। কিন্তু নায়ক হওয়ার স্বপ্ন আর পূরণ হলাে না। এবার নাটক বাদ। গল্প লেখায় সময় ব্যয়। ১৯৭৬ সালে দেশ পত্রিকায় ছাপা হলাে তাঁর প্রথম উপন্যাস দৌড়। তারপর আর পেছনে তাকাতে হয়নি। প্রকাশিত গ্রন্থ ২১৫।
সমরেশ মজুমদার ১৯৮২ সালে পান ‘আনন্দ পুরস্কার'। কালবেলা উপন্যাসের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার পান ১৯৮৪ সালে।