সারা পৃথিবীতে অসংখ্য মৌলিক জাতিসত্তার জন্ম হয়েছে। মূলত মানবসভ্যতার বিস্তারের সাথে সাথেই বিভিন্ন জাতিসত্তার জন্ম হয়েছে। ব্যক্তিকেন্দ্রিক জাতির বিস্তার শুরু হয়। পৃথিবীর সব কিছুই মানুষকে কেন্দ্র করে। মানুষের প্রয়ােজনেই সব কিছু গড়ে উঠেছে। মানুষ মানুষের নিজের ইতিহাস জানতে উদ্গ্রীব হয়ে থাকে। আদিকাল থেকেই সে উৎসাহকে মানুষ তার মতাে করে ঐতিহ্যের অবয়বে সাজিয়ে নেয়। আমাদের বাঙালি জাতিরও উৎপত্তির ইতিহাস জানার উৎসাহ আছে ঐতিহাসিক নিরীক্ষণে। সে নিরীক্ষণের আলােকেই বাঙালি জাতির উৎপত্তির ইতিহাস। কীভাবে জন্ম হয়েছিল বাঙালি জাতির, কখন হয়েছিল, কীভাবে হয়েছিল সে ধারাবাহিকতাই এ গ্রন্থের মূল প্রতিপাদ্য। পাঠক সমাদৃত হলেই শ্রম সার্থক হবে।
মাহমুদুল হাসান নিজামী
মাহমুদুল হাসান নিজামী কবি, গবেষক ও সম্পাদক -দেশজগত। ২০১৮ গ্রন্থমেলা পর্যন্ত প্রকাশিত গ্রন্থ- ১০০টি। কবি নিজামীর লেখা ও প্রচারিত গানের সংখ্যা কয়েক হাজার। যা গুগলে মাহমুদুল হাসান নিজামী লিখে সার্চ দিলেই পাওয়া যায়। সাহিত্য -কবিতা- ছড়া -ইতিহাস ও গবেষণা সহ বিশ্ব সাহিত্যের শেখ সাদী, ফরিদ উদ্দিন আত্তার ও ইমরুল কায়েসের কবিতাগুলাের বাংলা ভাষায় সর্ব প্রথম কাব্যানুবাদ মাহমুদুল হাসান নিজামীকে পরিচয় বিস্তারে অনন্য করে তুলেছে। ড. মুহাম্মদ শহীদউল্লাহর পর আরবী, ফার্সি, উর্দু, ইংরেজিসহ বহু ভাষা জানার মানুষ মাহমুদুল হাসান নিজামী ছাড়া দ্বিতীয়জন পাওয়া দুষ্কর। বহু ভাষার অলংকারে মাহমুদুল হাসান নিজামীর লেখা কবিতাগুলাে বাংলা সাহিত্যে নবসংযােজন সৃষ্টি করেছে। জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা- কবি মাহমুদুল হাসান। নিজামী বাংলা সাহিত্য ও বানান সংস্কারের নবধারা তৈরিতে অনিবার্য প্রাণপুরুষ। ইউটিউবে Mahmud Nizami লিখে সার্চ দিলেই সামনে এসে যাবে তার সৃষ্টি সমগ্র। মাহমুদুল হাসান নিজামী ১৯৭১ সালের ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়ায় জন্মগ্রহণ করেন। পিতা- মরহুম মাওলানা আবদুল্লাহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, মাতা-মরহুমা মায়মুনা খাতুন।
Title :
বাঙালির জাতিতত্ত্ব ও দশ লক্ষ বছরের উৎপত্তিসূত্র