বুদ্ধিজীবীদের চিন্তাধারা নয়, বলা হয়েছে গণতান্ত্রিক চিন্তাধারা। বাঙালি গণতান্ত্রিক চিন্তাধারায় কতখানি সমৃদ্ধ তা তুলে ধরতে চেষ্টা করেছেন বাঙালি অনেক লেখক। তাদেরই চিন্তাসমগ্র এই বই। ফলে বইটি হয়েছে সুসংবদ্ধ এবং গভীর ভাবনাবোধসমৃদ্ধ। বইটি পাঠকের গণতান্ত্রিক বোধকে জাগিয়ে তুলবে অনিবার্যভাবে।