‘বাঙালি নারী’ গ্রন্থটি আবহমানকালের বাঙালি নারীর ইতিবৃত্ত। যার ব্যপ্তিকাল প্রাচীনকাল থেকে বিশ শতকের শেষ প্রহর। এতে বর্ণিত হয়েছে বাঙালি নারীর জীবনচর্যার আদ্যোপান্ত ধারাবাহিক যোগসূত্র রক্ষা করে। লেখক শুধু তথ্য সন্নিবেশ এবং ঘটনা পরম্পরাকে গ্রন্থিত করেই নিশ্চিন্ত হননি বরং উভয়ের তাৎপর্য নির্ণয়ে প্রয়াস পেয়েছেন, সজাগ থেকেছেন পর্যবেক্ষণ ও বিশ্লেষণে। তবে গতানুগতিক ইতিহাসের মতো অভিজাত শ্রেণীর যাপিত জীবনের চেয়ে বেশি গুরুত্ব দেয়ার চেষ্টা করেছেন সাধারণ নারীর জীবন সংগ্রামের ওপর। একইসঙ্গে ইতিহাসের বিস্তৃত ভা-ার ও সমকালীন জীবন থেকে তুলে এনেছেন নারীর ওপর আরোপিত পিতৃতন্ত্রের বহুবিচিত্র নিগ্রহ-নিপীড়নের স্বচ্ছ চিত্র। সব মিলিয়ে গ্রন্থটি হয়ে উঠেছে বাঙালি নারীর জীবনালেখ্য। এর তথ্য-মান আরও বেড়েছে একগুচ্ছ ছবি সংযুক্ত করার সুবাদে।
সূচিপত্রঃ ভূমিকা নৃতত্ত্ব ও সাংস্কৃতিক বিবর্তন আবরণ-আভরণ-প্রসাধন বাঙালি নারীর সামাজিক আয়তন : কতিপয় প্রলক্ষণ ও প্রবণতা যৌনজীবন বৈবাহিক জীবন বাঙালি নারী : স্ত্রীর ভূমিকায় বাঙলার বারনারী বাঙালি নারীর বিনোদন-সংস্কৃতি নারী নির্যাতন স্ত্রীশিক্ষা: শিক্ষাক্ষেত্রে বাঙালি নারী রাজনীতিতে বাঙালি নারী আন্দোলনে ছাত্রীসমাজ : সংক্ষিপ্ত চিত্র সশস্ত্র প্রতিরোধে বাঙালি নারী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নারী ক্ষমতায়নের বিভিন্ন স্তর নির্বাচনে বাঙালি নারী : সংক্ষিপ্ত রূপরেখা নারীমুক্তি আন্দোলন : সামাজিক-রাজনৈতিক সংগঠন বাঙলায় নারীবাদী চেতনা : সাহিত্যকর্ম ও আন্দোলন নারীর কর্মক্ষেত্র সাহিত্য শিল্পচর্চায় বাঙালি নারী নারীর ভাবমূর্তি : সাহিত্য ও অন্যান্য মাধ্যমে নারী-রূপায়ণে পুরুষ শিল্পী।
লেখকমাহমুদ শামসুল হক পেশায় সাংবাদিক। জন্ম ৮ চৈত্র, ১৩৫৮। এ পর্যন্ত একাধিক প্রথম শ্রেণীর দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় সহকারী সম্পাদক ও নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বিভিন্ন কাগজে লিখে আসছেন নিয়মিত কলাম, প্রবন্ধ-নিবন্ধ, গল্প-কবিতা, ফিচার ইত্যাদি। বরাবরই তিনি প্রথার বিপরীতে লিখতে সচেষ্ট এবং প্রকাশভঙ্গি স্বতন্ত্র স্নাতকোত্তর পর্যায়ে একাধিক বিষয়ে পড়াশুনা করে গণযোগাযোগ ও সাংবাদিকতায় এম এ ডিগ্রি লাভ করেন ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।