বাঙালি মুসলমানের মন - আহমদ ছফা | বইবাজার.কম

বাঙালি মুসলমানের মন

    5 Ratings     1 Reviews

বইবাজার মূল্য : ৳ ২০০ (২০% ছাড়ে)

মুদ্রিত মূল্য : ৳ ২৫০





WISHLIST


Overall Ratings (1)

Sohag
26/04/2020

বইয়ের নামঃ 'বাঙালি মুসলমানের মন' লেখনঃ আহমদ ছফা বাংলা সাহিত্যের একজন নক্ষত্র হলেন আহমদ ছফা। তবে আমার মতে তাকে কৃষ্ণ গহব্বরের সাথে তুলনা করা অধিক যুক্তিযুক্ত। কারন তার লেখা যতটা শক্তিশালী, তিনি ততটাই খ্যাতির আড়ালে। তার লেখার সবচাইতে বড় শক্তি হল তিনি একটা বিষয়কে বিভিন্ন আঙ্গিকে দেখেন এবং নির্দ্বিধায় তা বলেন। এবার তার কথা কারো মনঃপুত হোক আর নাই হোক। 'বাঙ্গালি মুসলমানের মন' তার এরকমই একটি সাহসী এবং ভিন্নধর্মী রচনা। এই বইটিতে তিনি বাঙ্গালি মুসলমানদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। তিনি নিপুণ ব্যাখা দিয়ে দেখিয়েছেন যে - ১. বাঙ্গালি মুসলমানদের পিছিয়ে পড়ার পেছনে সবচেয়ে বড় কারন হল ভাষাগত। তারা আরবী,ফারসী,ইংরেজি কোন ভাষাকেই গ্রহন করতে পারেনি। ফলে রাজনীতি,সংস্কৃতি এমনকি ইসলামকেও সঠিক ভাবে জানা সম্ভব হয়নি। যার ফলশ্রুতিতে শোষিত হতে হয়েছে কমবেশি প্রায় সব শাসনামলে। ধর্মের প্রতি তাদের অন্ধবিশ্বাস ফুটে উঠেছে তাদের রচনা করা পুথি মালায়, যাতে ইসলামের পবিত্র চরিত্রদেরকে রং চঙিয়ে বিকৃতি করা হয়েছে। ২. আরো একটি বড় কারন হল বাঙ্গালি মুসলমান সমাজের মধ্যে সমন্বয়ের অভাব। যখনি কোন খেটে খাওয়া ব্যক্তি শিক্ষা অর্জন করে উঁচু শ্রেনিতে চলে গেছেন,তখনি তিনি ভুলে গেছেন তার শেকড়। নিজ শিক্ষায় অন্যভাইদের কোন রকম সাহায্য করে নি। তাদের জাগরন ঘটানো অনেক দূরের কথা। ৩. এছাড়াও এই বইয়ে তিনি মানিক বন্ধোপাধ্যায়ের একটি চরিত্র,রবিঠাকুরের রচনা এবং বার্ট্রান্ড রাসেল কে নিয়ে যে ব্যাখা দিয়েছেন,সেটি তার ভিন্ন দৃষ্টিভঙ্গির পরিচায়ক। ৪. এই বইটিতে লেখক ফুটিয়ে তুলেছেন আমাদের ভাষা আন্দোলনের মাহাত্ম্য, মুক্তিযুদ্ধে এই ভাষা শহীদদের দেয়া অনুপ্রেরণা। আরেকটি বিষয় ফুটিয়ে তুলেছেন তিনি,তা হল এই ভাষা শহীদদের মর্যাদা অক্ষুণ্ণ রাখা টাও আমাদের জন্য একটা সংগ্রামের শামিল। আরো নানা বিষয় লেখক লিখেছেন এই বইটিতে যা আমদের চিন্তার বিকাশে সহায়ক।


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2024 BoiBazar.com