একজন সুপরিচিত, অভিজ্ঞ, দক্ষ্য ব্যবস্থাপনা ও উন্নয়ন বিশেষজ্ঞ এবং পরামর্শক হিসেবে বিগত দুই যুগেরও বেশি সময় ধরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেসরকারি, স্বায়ত্তশাসিত এবং উন্নয়ন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে অত্যন্ত সাফল্যের সাথে দায়িত্ব পালন করে আসছেন বাশার। বর্তমানে তিনি ইউএসএভিত্তিক একটি আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠানের প্রোগ্রাম ডিরেক্টর। প্রতিষ্ঠানিক ও ব্যবসায়িক কৌশল-পরিকল্পনা, পরিবর্তন ব্যবস্থাপনা, প্রতিষ্ঠানিক ঝুঁকি ব্যবস্থাপনা, সম্পদ ব্যবস্থাপনা, প্রতিষ্ঠানিক মান ব্যবস্থাপনা পদ্বতি ও সাংগঠনিক উন্নয়নসহ প্রতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনায় তার বিশেষ দক্ষতা রয়েছে। শিক্ষাকে সর্বাধিক মূল্য দেন তিনি এবং সে কারণেই প্রকৌশল ডিগ্রি অর্জনের পরেও মাস্টার অব আর্টস, মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং মাস্টার অব ডেভেলপমেন্ট স্ট্যাডিজসহ বিভিন্ন ডিগ্রী অর্জন করেছেন। সম্প্রতি তিনি আমেরিকার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে বিশেষ ডিগ্রী লাভ করেছেন। দেশের গন্ডি পেরিয়ে একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে ফিলিপাইন্স, থাইল্যান্ড, হংকং, নেপাল, কম্বোডিয়া, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, সাউথ কোরিয়া, শ্রীলংকা ও অস্ট্রেলিয়ায় সরাসরি কাজ করাসহ বিশ্বেরর বহু দেশ ভ্রমণ করেছেন মো. আবুল বাশার।
ছাত্রজীবন থেকেই সাহিত্য চার্চার সঙ্গে জড়িত তিনি। পেশাগত জীবনে এসেও বিভিন্ন জাতীয় এবং আঞ্চলিক পত্রিকা ও সাময়িকীতে নিয়মিত গল্প, কবিতা ও ভ্রমণবিষয়ক রচনা লেখার পাশাপাশি জাতীয় দৈনিক পত্রিকায় কলাম লেখা অব্যাহত রেখেছেন।