রাতের আঁধারে মানুষখেকো বাঘের জন্য ওঁৎ পেতে ছিল দুই তরুণ শিকারি । বাঘ এল, তবে একটা নয় দুটো । কিছু বুঝে ওঠার আগেই এদের একটা তুলে নিয়ে গেল দুই শিকারির একজনকে। রােমাঞ্চকর এক অভিযানে জড়িয়ে পড়লেন বিখ্যাত শিকারি কেনেথ এন্ডারসন।
রাঙ্গামপেট ও আশপাশের এলাকা থেকে হারিয়ে যাচ্ছে একজনের পর একজন মানুষ। গ্রামের লােকদের ধারণা অশুভ আর নজর পড়েছে তাদের ওপর। সে-ই গায়েব করে দিচ্ছে মানুষগুলােকে। কিন্তু কেনেথ এন্ডারসনের স্থির বিশ্বাস রক্ত মাংসের কোনাে প্রাণীই কাণ্ডটা ঘটাচ্ছে। হন্যে হয়ে তিনি ঘুরতে লাগলেন অশরীরী সেই প্রাণীর খোজে। তারপর...
প্রতিশােধের নেশায় উন্মত্ত হয়ে ওঠেছে এক চিতা বাঘিনী । খুন করছে একের পর এক মানুষ। ঘটনাচক্রে এর মুখােমুখি হয়ে গেলেন এন্ডারসন। টান টান উত্তেজনায় ভরা এই বইটিতে আরও পাবেন বদমেজাজি এক বাঘের গল্প।