|| বইঃ বন্ধন || দাম্পত্য, পরিবার, সন্তান পালন, পিতা-মাতার প্রতি কর্তব্য ইত্যাদি বিষয়ে এখন পর্যন্ত যে ক’টা বই পড়েছি তার মধ্যে ১ নম্বরে রাখবো উস্তাদ নোমান আলী খানের লেকচার সমগ্র নিয়ে প্রকাশিত বই ‘বন্ধন’ কে। না, বইয়ের বিষয়বস্তুর কারণে না, মূলত এর অসাধারণ বিশ্লেষণ, মনস্তাত্বিকতা ও সুখপাঠ্য উপস্থাপন কৌশলের কারণে। বিষয়বস্তু ও গভীরতার দিক থেকে এর চেয়ে সমৃদ্ধ বই হয়তো অনেক পাওয়া যাবে। এক কৌটা মুড়ি হাতের কাছে নিয়ে যদি অংক করতে বসেন বা পত্রিকা পড়তে বসেন, কোন ফাকে কৌটা ফর্সা হয়ে যাবে বুঝতেই পাবেননা। ‘বন্ধন’ বইটা ঠিক তেমনই, এতটা আকর্ষণীয় উপস্থাপনা যে পড়তে শুরু করলে কোন ফাকে ৫০-৬০ পৃষ্ঠা পার করে ফেলবেন টেরই পাবেননা। পরিবার, দাম্পত্য, সন্তান পালন ইত্যাদি গুরুগম্ভীর বিষয়ে সাধারণত কঠিন কঠিন নীতিকথা ও কোরআন হাদিসের উদ্ধৃতি সম্বলিত বই বাজারে মেলে। এখানেই নোমান আলী খানের সার্থকতা যে এই গুরুগম্ভীর বিষয়ে তিনি অত্যন্ত সজীব ও সরসভাবে শ্রোতা পাঠকের সামনে তুলে ধরতে পেরেছেন। মানুষের চিন্তা ও মনস্তত্বের গভীরে ঢুকে কথা বলেছেন, এজন্য পাঠকের মনে হবে, হ্যা, আমার কথাই তো বলা হচ্ছে! হ্যা, বিষয়টা তো এমনই হওয়ার কথা! হায় আল্লাহ, তাই তো! এভাবে তো ভাবিনি, এ তো মারাত্মক অবস্থা! তিনি কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়েছেন বটে, তবে সংখ্যায় কম কিন্তু খুব সার্থকভাবে। আবার অধিকাংশ জায়গাতেই কোরআনের নির্দিষ্ঠ শব্দের এমন অসাধারণ বিশ্লেষণ করেছেন যে সাধারণ পাঠক আগে কোনদিনই শোনেননি। যেমন তালাকপ্রাপ্তা নারী আর কুমারী নারীদেরকে আরবীতে ভিন্ন ভিন্ন শব্দে চিহ্নিত করা হয়। আল্লাহ তায়ালা কুরআনে রসূল স. এর স্ত্রীদেরকে হুশিয়ার করতে গিয়ে বলেছেন, তিনি নবী স. কে তাদের বদলে নতুন স্ত্রী দেবেন। সেই আয়াতে আল্লাহ প্রথমে বলেছেন সায়্যিবাত, পরে বলেছেন আবকার। সায়্যিবাত মানে তালাকাপ্রাপ্ত ও বিধবা নারী, আবকার মানে কুমারী নারী। তার মানে বিয়ের ক্ষেত্রে আল্লাহ তায়ালা তালাকপ্রাপ্তা ও বিধবা নারীদেরকে অগ্রাধিকার দিয়েছেন। পিতা-পুত্রের সম্পর্ক কেমন হওয়া উচিত তা ব্যখ্যা করতে গিয়ে হযরত ইউসুফ আ. এর সাথে পিতা হযরত ইয়াকুব আ. এর হৃদ্যতার যে উদাহরণ উল্লেখ করেছেন, তা অধিকাংশ পাঠকদের কাছে নতুন এবং ভাবনার খোরাক জাগানোর মত। পিতা-পুত্রের মধুর সম্পর্ক তৈরির গুরুত্ব তিনি সার্থকভাবে পাঠক মনে ঢুকাতে পেরেছেন। শিশুদের সাথে শৈশবেই বন্ধন তৈরি করতে না পারলে কৈশোরে তারা পিতা মাতার হাতছাড়া হয়ে যায়, বিষয়টি খুব গভীরভাবে বুঝাতে পেরেছেন বেশ কিছু উদাহরণ দিয়ে। এই বিষয়টিও পাঠকদের কাছে নতুন। অন্যদিকে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্যকেও কয়েকটি টপিকে চমৎকারভাবে আলোচনা করা হয়েছে। যে কোন কিশোর কী ছাত্রও বইটি পড়লে নিজের সাথে পিতা-মাতার সম্পর্কের বিষয়ে নতুন করে ভাবতে বাধ্য হবে। প্রথম অধ্যায়টিই ছিল এ বিষয় নিয়ে, একটি কাকের গল্প দিয়ে। এরপর আরো বিভিন্ন টপিকে সামগ্রিকভাবে অত্যন্ত চমৎকার একটি বই। পরিচিত বিষয়ের অপরিচিত স্টাইলের মনোহারিণী এক বই। আমি অন্যের কাছ থেকে ধার করে পড়েছি, কিন্তু পড়ার পর বইমেলা থেকে গোটা তিনেক কিনেছি। আরো অন্তত গোটা দশেক কেনার পরিকল্পনা আছে। আপনাকে কষ্ট করে পড়তে হবেনা, আপনার চোখই আপনাকে টেনে নিয়ে যাবে, চিন্তাজগতে নাড়া দেবে, পরিবার ও পারিবারিক জীবনের অনেকগুলো বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে বাধ্য করবে- এমন একটি বই। নিজে কিনুন, পড়ুন। নবদম্পতি, ভাবী দম্পতি অথবা চলমান দম্পতি, সবার জন্যই উপহার হিসেবে নিশ্চিন্তে প্রদান করুন। শিশু-কিশোরদেরকেও উপহার হিসেবে দেয়ার মত কারণ পিতা মাতার প্রতি কর্তব্যকে অত্যন্ত যৌক্তিক ও হৃদয়গ্রাহী করে উপস্থাপন করা হয়েছে।