ফ্ল্যাপের কিছু কথাঃ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ লেখকের অসাধারণ সাহিত্য কর্ম-এক ঐন্দ্রজালিক সময়ের প্রেক্ষাপটে রচিত প্রেম ও ধর্মের অনন্য কাহিনী। পর্তুগাল ১৭১১ : লিসবনের পাথর ছাওয়া রাজপথে ধাওয়া খাচ্ছে প্রণয়-পাগল এক নগ্ন ফ্রায়ার, অনুতাপকারীদের মিছিল ব্যাভিচারের বিরুদ্ধে গগনবিদায়ী শ্লোগান তুলছে; এক রাজপুত্র প্র্যাকটিসের জন্যে ব্যবহার করছে অসহায় নাবিকদের আর বর্ণালী পোশাকের মহিলারা উপভোগ করছে ধর্মত্যাগী ও জাদুকরদের আগুনে পুড়ে মৃত্যুবরণ। ইনকুইজিশন আর গ্লেগের ভয়াবহতার মাঝে চমৎকার বিবরণ আর জাদুময় এক কাহিনী, মানুষের বিপদ আর ইচ্ছাশক্তির নকশীকাঁথা। হোসে সারামাগো শ্রেষ্ঠ উপন্যাসগুলোর অন্যতম, এই উপন্যাস সাফল্যের অনুরণন।
শওকত হোসেন
শওকত হোসেন, একজন অনুবাদক, চট্টগ্রাম জেলার পরাগলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার বিচার বিভাগীয় চাকরির কারণে শৈশব ও কৈশোর দেশের বিভিন্ন শহরে কেটেছে। বই পড়ার প্রতি অদম্য আগ্রহ তাঁর বই প্রেমী মায়ের প্রভাবেই এসেছে। ১৯৮৫ সালে "রানওয়ে জিরো-এইট" বইয়ের অনুবাদ মাধ্যমে লেখালেখির জগতে প্রবেশ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় মাস্টার্স সম্পন্ন করার পর, বর্তমানে তিনি একটি বেসরকারী ব্যাংকে কর্মরত।
জোসে সারামাগো
Title :
বালতাসার অ্যান্ড ব্লিমুন্দা (পুরস্কারপ্রাপ্ত লেখকদের বই)