লাশবাহী একটি গাড়ি ঢোকে গ্রামে। শুরু হয় কানাঘুষা-এটি কি আত্মহত্যা? নাকি খুন? এই আত্মহত্যা কিংবা খুনের সুবাদে মাহিয়ার সঙ্গে পরিচয় হয় শোয়েবের। রহস্য উদঘাটনে মাঠে নামে সে। তারপর হঠাৎ করেই একদিন বিদেশে চলে যায় মাহিয়া। বন্ধ করে দেয় যোগাযোগের সব মাধ্যম। কিন্তু কেন? বিদেশে গিয়ে সে এমন কী করে যার কথা কাউকে বলা যাবে না? এরপর একদিন কাউকে না জানিয়েই দেশে ফেরে মাহিয়া। আদালত চত্বরে পরম আবেগে সে জড়িয়ে ধরে শোয়েবকে। এ সময় মাহিয়ার বুকের স্পর্শে চমকে ওঠে শোয়েব। কারণ, এক ব্রেস্টের স্পর্শ স্বাভাবিক হলেও অন্যটির স্পর্শ অস্বাভাবিক। কিন্তু কেন?
ইকবাল খন্দকার
ইকবাল খন্দকার স্থায়ী ঠিকানা : গ্রাম-ভাবলা, উপজেলা-বেলাবাে, নরসিংদী। পিতা : মােঃ শামসুদ্দীন খন্দকার (মৃত)।। মাতা : আমিনা খাতুন। শিক্ষাগত যােগ্যতা : ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। অনার্স, মাস্টার্স। প্রকাশিত বই : ৫৩টি। লেখকের উপস্থাপনায় প্রচারিত উল্লেখযােগ্য টিভি অনুষ্ঠান : বেআক্কেলের আডডা (একুশে টিভি), ! সফদার ডাক্তার (চ্যানেল নাইন), ক্যারিকেচার (একুশে টিভি), হাসতে নেই মানা (বিটিভি), খবরের খবর আছে (চ্যানেল নাইন), প্রকৃতি ও পরিবেশ (বিটিভি), অমর একুশে বইমেলা (মাই টিভি), শিল্প প্রাঙ্গণ (বিটিভি), খবরওয়ালাদের খবর (বিটিভি), বড় মিয়া ছােট মিয়া (বৈশাখী টিভি) ইত্যাদি।