শিশু- কিশোরদের মনোরঞ্জনের জন্যে লেখা একগুচ্ছ নানা স্বাদের গল্পের সংকলন। গল্পগুলোর ভেতর প্রচ্ছন্ন রয়েছে শিক্ষামূলক এবং চেতনা বিকাশে সহায়ক সোনালি রূপালি নানা ইঙ্গিতময় সন্দেশ। এসব বড়দেরও আকর্ষণ করার মতোই। অবাক কান্ড হলো এই অত্যাধুনিক সময়েও শিশুরা ভূতের গল্প শুনতে চায় ।