বাস্তবতা এবং ফ্যান্টাসি এখানে হাতে হাত ধরে চলে। নিঃশেষে ফুরিয়ে যাওয়া আর দুর্দমনীয় বেঁচে থাকা কোলাজের মতো থাকে পাশাপাশি। চলনে থ্রিলারপ্রতিম, গড়নে তন্বী, গতিতে ধাবমান অশ্বের মতো দ্রুত এই আখ্যানকে আষ্টেপিষ্টে জড়িয়ে আছে রাজনীতি, কারণ রাজনীতি ছাড়া সমসাময়িকতা অর্থহীন।