কিন্ডারগার্টের পদ্ধতিতে লিখিত দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর উপযোগী করে প্রণীত বাংলা ব্যাকরণের বই। এতে বাংলা ব্যাকরণ, অনুচ্ছেদ, রচনা ও চিঠি সহজ ও সরল ভাষায় সন্নিবেশিত হয়েছে। ছবি ব্যবহার করে রঙিন কালিতে ঝকঝকে ছাপায় আকর্ষনীয় বইটি পড়ে কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীরা শিখতে আগ্রহী হবে।