রতনতনু ঘাটীর জন্ম ১৯৫৩ খ্রিস্টাব্দের। ৩০ জুন অবিভক্ত মেদিনীপুর জেলার। মহিষাদলের রাজারামপুর গ্রামে, ছােটো। হয়ে-আসা বিকেলের মতাে এক। ক্ষয়িষ্ণু কৃষক পরিবারে।। তার কৈশােরের সঙ্গে জড়িয়ে আছে। মায়ের রাঙা সিঁথির মতাে হলদি নদী আর উর্বশীর মতাে এক গ্রাম প্রকৃতি। বাংলা সাহিত্য নিয়ে স্নাতকোত্তর । পড়াশােনা কলকাতা বিশ্ববিদ্যালয়ে।। ১৯৮২ খ্রিস্টাব্দে সাংবাদিক হিসেবে। কর্মজীবন শুরু। ১৯৮৫ খ্রিস্টাব্দ থেকে। আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত।। এখন আনন্দমেলা পত্রিকার সহসম্পাদক।
বড়ােদের জন্যে কবিতা, গল্প লেখার পাশাপাশি ছােটোদের জন্যেও মনকাড়া ছড়া, কবিতা, গল্প, উপন্যাস লেখেন।। এ পর্যন্ত তার পনেরােটিরও বেশি বই। প্রকাশিত হয়েছে। তার প্রিয় শখ বই পড়া এবং বেড়ানাে।