ভাগরে সবাই ভাগ
টুকি সাজুগুজু করে যাচ্ছে খালার বাড়ি। পথে পড়ল মহিষ পাড়া। হঠাৎ! কে যেন বলল, বাঘ এসেছে বাঘ, ভাগরে সবাই ভাগ। অমনি সব মহিষ ছুটতে লাগল। যে যেদিকে পারল। টুকি তো অবাক! বাঘ! বাঘ এলো কোথা থেকে? এভাবে হরিণ পাড়া, বানর পাড়া বিড়াল পাড়াসহ সবখানে বাঘের ভয়ে সবাই ছুটে পালাচ্ছে। খালার বাড়ি পৌঁছে তাকেও খুঁজে পাওয়া গেল না। রহস্যটা কী? টুকিকে খুঁজে বের করতে পারবে?
আহমেদ রিয়াজ
Overall Ratings (0)