বাঘ এবং ওস্তাদের সংলাপের মধ্য দিয়ে সমসাময়িক বাংলা স্যাটায়ারে ‘বাঘ’ নামের এই সিরিজের আবির্ভাব। চলমান ঘটনা, রাজনীতি বা নিপীড়নের বিরুদ্ধে মিথগন্ধী বাঘের আবির্ভাব, সাহিত্যের ভাষায় লেখকের দায়শোধ না কি এই ধারাবাহিক রচনা তার একটি প্রকল্প বাক্স্বাধীনতা-রুদ্ধ এই সময়ে? রম্য ভাষ্যে ক্ষিপ্র এই গদ্য আমাদের সময়ের প্রতিটা মানুষের মনের মধ্যে ঘুরপাক খাওয়া সেইসব তির্যক সংলাপ যেন।
প্রশ্ন-উত্তরের ঘুরপ্যাঁচ আর প্রমিত কাঠামোর ঘরে-বাইরে দাঁড়িয়ে লেখক তার মত্ততা ছড়িয়ে দিয়েছেন পর্বে পর্বে। ছোট ছোট গদ্যের আবডালে গল্পগুলোয় এই সময়ের বাংলাদেশ কিংবা বিশ্ব লুকিয়ে আছে। বাস্তবতা যখন নতুন নতুন মোড়কে বন্দি হয়ে হাজির হচ্ছে রোজ নির্মমভাবে, ‘বাঘ’ সেখানে আমাদের পরমাত্মীয়।