

বদরের বীর
বদরের বীর বইটিতে ছোট ছোট কলেবরে ১৭ টি গল্প আছে। ইসলাম বিজয়ের ইতিহাস, সাহাবীদের দীপ্ত ঈমানের ইতিহাস, সুফি সাধকদের ইতিহাস। যা লেখক গল্প আকারে সাবলীল ভাবে উপস্থাপন করেছেন। ইয়ামামার বাজপাখি গল্পে দেখা যায় হযরত ওমর রাঃ এর বড় ভাইয়ের বীরত্ব। বিশ্বাস ঘাতক রাজ্জাল কে তিনি একাই নাস্তানাবুদ করেন । পরে তিনি শাহাদাতের অমীয় শুধা পান করেন । শিয়ারা জুতাচোর গল্পে দেখা যায় মাওলানা নানুতাভি রঃ এর বুদ্ধি বিচক্ষণতার অকট্য দলীল । বেহেশতি হালুয়া গল্পে দেখা যায় যে আসলে আমাদের চিন্তা ভাবনার উপর ও অনেক গভীর চিন্তাবীদ একজন আছেন , আমাদের সব পথ সব ভাবনা, জ্ঞান গবেষণা যেখানে শেষ সেখান থেকে তার শুরু , তিনি মহান আল্লাহ। শেষ সম্রাট - গল্পে পাবেন ভারতের শেষ স্বাধীন মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর।সিপাহি জনতা, আলেম দের সাথে তিনি যোগ দিয়েছিলেন ইংরেজ ভারত থেকে বিতাড়িত করার আন্দোলনে। অন্যান্য সবাই এ আন্দোলনে সম্মুখ মোকাবিলা করলেও সামান্য অর্থ ও ক্ষমতার লোভে শিখ , মারাঠা সহ অন্য কিছু জাতি নিজ দেশ কে ভুলে মীর জাফরের মতো ইংরেজ দের মদদ দিয়ে তাদের দলে ভেড়ে। আরো সুন্দর সুন্দর ঈমান প্রজ্জ্বলন কারী কিছু গল্প কাহিনী এ বইয়ে আছে। আবাল বৃদ্ধ বনিতা সবাই পড়ার মতো চমৎকার বই।
SIMILAR BOOKS
