লিখলÑএকটা ছিল বাচ্চা হাতি। এক মাস বয়সের বাচ্চা হাতি খেপে গিয়ে বলল, আমাকে বাচ্চা বলবে না! আমি বড় হয়ে গেছি। আমার গল্প আমিই লিখব। তারপর, শুরু করলÑআমি একটা হাতি। আমার আছে এক জোড়া ডানা। ইয়া বড়। আমি উড়ে বেড়াব। আইসক্রিম খাব। হাওয়াই মিঠাই খাব। একি কা-? বাচ্চা হাতি উড়ালও দিল। খুকি বলল, দাঁড়াও দাঁড়াও, খুকি কি শেষমেশ গল্পটা লিখতে পারল?