মানুষের মন কী আর এমনি এমনি খারাপ হয়! কিন্তু মন খারাপের কারণের তো অভাব নেই। রাবুর মন ভালো নেই একটি বিশেষ কারণে, আর এজন্য অবশ্যই আপনাকে ভাবনার সাগরে ডুব দিতে হবে। কারণ, উপন্যাস পড়লেই তো হবে না। যে উপন্যাস আপনাকে ভাবাবে, ভেতরে নাড়া দেবে এবং আপনাকে ডেকে নিয়ে যাবে ঘটনায়; তেমনি এক উপন্যাস এটি।