বাবু! বাবু কে? বাবু ঢাকার ছেলে। কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে। বাবা আমলা। বাবু খায়দায়, নিশ্চিন্তে ঘুরে বেড়ায় আর উদ্ভট কাজ-কারবার করে বেড়ায়। শাহরিয়ার প্রথম ‘বাবু’ এঁকেছিলেন ১৯৮৩ সালে। ১৯৮৫ সালে “অর্বাচীন” নামক এক পত্রিকায় প্রথম প্রকাশ। তবে ‘বাবু’ নিয়মিত সাপ্তাহিকভাবে প্রকাশিত হতে শুরু করে the Daliy Star পত্রিকার Back Page বা Inner Sleeve-এ এবং ওই পত্রিকার সাপ্তাহিক ম্যাগাজিন Rising Stars এর পাতায় ১৯৯৭ সাল থেকে। মাঝে কয়েক বছর বন্ধ থেকে ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত সেখানে নিয়মিত ‘বাবু’ প্রকাশিত হচ্ছে।
শাহরিয়ার খান
শাহরিয়ার খান, একজন বিশিষ্ট কার্টুনিস্ট এবং সাংবাদিক, জনপ্রিয় কার্টুন চরিত্র "বেসিক আলী"-এর স্রষ্টা। ২০০৬ সালে শুরু হওয়া এই কার্টুনটি প্রথম আলোর উপসম্পাদকীয় পাতায় নিয়মিত প্রকাশিত হয় এবং শুরু থেকেই পাঠকপ্রিয়তা অর্জন করে। ২০০৯ সালে পাঞ্জেরী প্রকাশনী থেকে "বেসিক আলী" কার্টুনের প্রথম সংকলন প্রকাশিত হয় এবং এরপর থেকে নিয়মিত সংকলন প্রকাশিত হচ্ছে। "বেসিক আলী" ছাড়াও শাহরিয়ার খান "বাবু", "ষড়যন্ত্র", "লাইলী", "কিউব", এবং "সোমো সিরিজ"সহ আরও অনেক বই রচনা করেছেন। বর্তমানে তিনি দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত আছেন।