“ব্যবহারিক বাংলা উচ্চারণ” বইটি প্রকাশ হচ্ছে জেনে আমি আনন্দিত। শিষ্ট বাংলা ভাষার উচ্চারণ যথাযথভাবে জানার জন্য এ ধরনের একটি পুস্তক প্রকাশ অনিবার্য হয়ে পড়েছিল।
আমার ছাত্র গোলাম সারওয়ার বেতার ও টেলিভিশনে বাংলা সংবাদ পাঠ করছে গত দু’দশক ধরে। তার শ্রম সফল হবে বলে আমার দৃঢ় ধারণা। শুধু সংবাদ পাঠে নয়, বাংলা ধ্বনি উচ্চারণের প্রয়োজনে ও অনুশীলনে শিক্ষক, নাট্যকুশলী, আবৃত্তিকার, কথাশিল্পী, অভিনয় শিল্পী, গায়ক-গায়িকা এবং শিষ্ট বাংলা ভাষা ব্যবহারকারীরা এই গ্রন্থের সাহায্যে প্রভূতভাবে উপকৃত হবেন।
আহমদ কবির অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ ২০.২.২০০০