সমাজে ঘটে যাওয়া কত কাহিনি নিয়ে কলম যোদ্ধারা যুদ্ধ করে। কিছু ঘটে যাওয়া বিষয় আছে, যা নিয়ে সমাজ কথা বলাটাও লজ্জাজনক ভাবে। সেখানে একজন হাফেজ হয়েও সমাজের ঘটে যাওয়া মন্দ চিত্র নিয়ে কথা বলেছেন ইবনু মাসউদ। সম্প্রতি ইবনু মাসউদ আর্জেন্টিনা থেকে আন্তর্জাতিক লেখক হিসেবে আইডি কার্ড পেয়েছেন। Wikialpha নামের এক জনপ্রিয় ওয়েবসাইট ইবনু মাসউদের জীবনীতে দাবি করেন যে, বাংলা সাহিত্যের নতুন ধারার জনক ইবনু মাসউদ। সত্যিকার্থে, কেউ কখনো গল্পে গল্পে উপন্যাস দেখেছেন? না দেখবেন কি করে?কেউ যে ইবনু মাসউদের আগে তৈরী করেনি। বাংলা সাহিত্যের নতুন ধারা গল্পে গল্পে উপন্যাস বই এর নাম : বাবা গলি। বাবা গলি বইটি শুধু সাহিত্যের নতুন ধারা না। এই বইটি পাঠককে দিবে সাহিত্যের সকল অনুভূতি। কেননা,এটা কোনো প্রেম-ভালোবাসার গল্প কিংবা গোয়েন্দা কাহিনি নয়। এটা সকল অনুভূতি নিয়ে ভিন্ন ধারার একটি বই। আপনি বাংলা সাহিত্যের নতুন ধারার বইটি যদি না পড়েন তাহলে অনেক মিস করবেন।