রাখালের ছেলে আজিজ। শীতে গ্রীষ্মে সে থাকে উঁচু পাহাড়ে চারণভূমিতে, তাকে এরা বলে জাইলোও। বাপের সঙ্গে মনের আনন্দে ভেড়া চরায় আজিজ।বিপত্তি বাঁধল গোদা একটা ভেড়াকে পোষ মানাতে গিয়ে। টেনেহিঁচড়ে নাজেহাল করলো আজিজকে। সেই অবস্থা থেকে কেমন করে পাকা রাখালি হয়ে ওঠল আমাদের আজিজ, তা নিয়ে-ই আমাদের এই গল্প। গল্পটি লিখেছেন শকুরবেক বেইশেনালিয়েভ। অনুবাদ করেছেন ননী ভৌমিক আর ছবি একেছেন ল. ইলিনা।