জার্মান সাহিত্যের আলোকে বইটি ইংলিশে লেখা হযেছে। তুলে ধরা হয়েছে সেখানকার প্রেম প্রকৃতি ও অন্যান্য পরিবেশ। পশ্চাত্য সাহিত্যের ধারায় গল্পের পরিসমাপ্তি ঘটেছে। তবে বইটির বঙ্গানুবাদের সময় ভাবানুবাদ করা হয়েছে। আমাদের পাঠকদের কথা ভেবেই বাংলা সাহিত্যের আদলে গড়ে তোলা হয়েছে। ইংরেজি ও বাংলা উভয় ভাষায় গল্পটি একই বইয়ে মলাটবন্দী করা হয়েছে।