ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলের লেখা বই "আওয়ামী লীগের শাসনকাল"। সরকারি দলের বিভিন্ন কার্যক্রমের আলোচনা-সমালোচনা করে তিনি প্রথম আলো পত্রিকায় যে কলাম সমূহ লিখেছেন, তারই সংকলন এটি। রাজনৈতিক ঘটনাবলীর তাত্ত্বিক সমালোচনায় আসিফ নজরুলের দক্ষতা ও খ্যাতি সর্বজনবিদিত, তার চিন্তা ধারার সুষ্পষ্ট বহিঃপ্রকাশ ঘটেছে লেখাগুলো তে
আসিফ নজরুল
আসিফ নজরুল জন্ম ১২ জানুয়ারি ১৯৬৬, ঢাকার লালবাগে। সাংবাদিক হিসেবে একসময় তাঁর বহুল পরিচিতি ছিল। নব্বইয়ের দশকের শুরুতে উপন্যাস লেখা শুরু করেন। সে সময়ে নিষিদ্ধ কয়েকজন, ক্যাম্পাসের যুবক, আক্রোশসহ তার বিভিন্ন উপন্যাস পাঠকপ্রিয়তা অর্জন করে। সম্ভাবনাময় একজন ঔপন্যাসিক হিসেবে তিনি আলােচিতও ছিলেন। ১৯৯৪ সালে পিএইচডি করতে লন্ডনে যাওয়ার পর তার সৃজনশীল লেখালেখি থেমে যায়। ১৯৯৯ সালে দেশে ফেরার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে কাজ শুরু করেন। প্রথম আলাের কলামিস্ট ও টিভি টক-শাের আলােচক হিসেবে খ্যাতি অর্জন করেন। গত কয়েক বছরে কিছু ছােটগল্প লিখলেও দীর্ঘ বিরতির পর উপন্যাস লিখেছেন— অসমাপ্তির গল্প ।