বাংলাদেশের গণতন্ত্র ও ভোটের অধিকার গত অর্ধশতাব্দীতেও স্থায়িত্ব পেল না। ১৯৭৩ সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচন থেকেই শুরু হয় সরকারি দলের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ। তারপর থেকে দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে কারচুপির অভিযোগ বাড়তে থাকে। মাঝে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত কয়েকটি নির্বাচনে কারচুপির অভিযোগ কমে আসে। দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোর তুলনায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো দেশবাসীর কাছে অধিকতর গ্রহণযোগ্য হতে থাকে।
কিন্তু ২০০৮ সালে ১/১১খ্যাত বিশেষ সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে ২০১১ সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে আওয়ামী লীগ সরকার। তারপর থেকে আওয়ামী লীগ ও তাদের সঙ্গীদের
অধীনে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে নির্বাচনের নামে যা ঘটেছে তাকে কোনভাবেই 'ভোট' বলা যায় না। কোন প্রেক্ষাপটে এই নির্বাচনগুলোতে কি ঘটেছে, দেশি-বিদেশি সংবাদমাধ্যম, গবেষণা সংস্থা ও গণতান্ত্রিক বিশ্ব এই নির্বাচনগুলোর মূল্যায়ন কিভাবে করেছে তার বিস্তারিত তুলে ধরা হয়েছে এই বইতে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে গবেষণা ও লেখালিখিতে এই বই নিঃসন্দেহে হয়ে উঠবে অতি প্রয়োজনীয় এক প্রামাণ্য দলিল।