কবিতার জগতে জুনান নাশিতের স্বতন্ত্র প্রকাশ নব্বই দশকের শেষভাগে। ‘কুমারী পাথর’ তার প্রথম কাব্যগ্রন্থ। প্রথম বইতেই কবি সাবলীল ভাষা আর শব্দের সাংকেতিকতায় নিজস্বতার নির্দিষ্ট চূড়া স্পর্শ করেছেন। ‘এভাবে হবে না জেনেও’ তার অষ্টম কাব্যগ্রন্থ।
জুনানের কবিতা আধুনিক কবি মানসের সেই অন্তর্চেতনার প্রতিফলন যা একাকিত্ব, খণ্ডিত অস্তিত্ব এবং অনিশ্চিতের সন্ত্রাসের সঙ্গে লড়াই করে অনবরত।
জুনান আত্মলিপ্ত। একইসঙ্গে সমাজ ও সময়ের বাস্তবতাতেও আত্মলীন। জীবনের বহুমাত্রিক জটিলতা ও দ্বন্দ্ব এবং সময়ের সুক্ষ্ম পর্যবেক্ষণজাত উপলদ্ধি তার কবিতাকে করেছে তির্যক ও তেজস্বী।
কবিতার রাজসিক একাকিত্বকে অঙ্গীকার করেই জুনান পথ হাঁটেন মানুষ ও প্রকৃতিকে সাথে নিয়ে। তার ব্যক্তিমানসের ছায়ায় প্রসারিত আবেগ সংযত ও পরিমিত।
কবিতায় জুনানের সুতীব্র ও বিষাদঘন উচ্চারণ যেন প্রতিশ্রুত মানবিকতারই প্রসারণ।
জুনান নাশিত
জুনান নাশিত মূলত কবি। প্রাবন্ধিক হিসেবেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অবস্থান। জন্ম কুমিল্লায় ১৯৭৩ সালের ১ অক্টোবরে। অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর। পেশা সাংবাদিকতা। বাংলাদেশ সংবাদ সংস্থায় সিনিয়র সাংবাদিক হিসেবে কর্মরত। তাঁর প্রকাশিত প্রথম বই কুমারী পাথর (২০০১)। লেখকের প্রকাশিত অন্যান্য বই: কাব্য : অন্য আলো অনেক দূরের (২০০১), পলকাটা অন্ধকার (২০০২), বাতাসে মৃত্যুর মায়া (২০০৫), কাঁটাঘন চাঁদ (২০০৮), জ্বলন্ত ভ্রণ (২০১২)। প্রবন্ধ : রবীন্দ্রনাথ: রোগশয্যায় (২০১১, ডিসেম্বর) সম্পাদনা : আবুল হোসেন॥ কবির পোর্ট্রেট (২০১১) শিশুতোষ গ্রন্থ : ব্যাটে বলে ছক্কা (২০০৪), হরেকরকমবা (২০০৫), বেগুনি অ্যাম্বুলেন্স (২০০৭), ভূতের নাতি ওঁ চিঁ (২০১০) গল্পগ্রন্থ : তিথি ও একটি আঙুল (২০০৩)।