আউরা
বইবাজার মূল্য : ৳ ১১৩ (২৫% ছাড়ে)
মুদ্রিত মূল্য : ৳ ১৫০
প্রকাশনী : প্রথমা প্রকাশন
বিষয় : রোমান্টিক উপন্যাস
আমরা যেটাকে বলছি জাদুবাস্তবতা, লাতিন আমেরিকার প্রেক্ষাপটে সেটাই বাস্তব। তাদের বাস্তবের দুনিয়া এ রকমই। সারা বিশ্বের সাহিত্যাঙ্গন দাপিয়ে বেড়ানো লাতিন আমেরিকার সাহিত্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্যই এটি। বাস্তবের আবরণে পুরো ঘটনার ব্যাখ্যা সম্ভব হয় না বলেই সাহিত্যিকেরা আশ্রয় নেন জাদুবাস্তবতার। কার্লোস ফুয়েন্তেস খুব কম অনূদিত হয়েছেন বাংলায়। ১৯৬১ সালের দিকে তিনি রচনা করেন আউরা নামে স্বল্পায়তনের একটি উপন্যাস। এর প্রধান চরিত্র মাসিক ৯০০ পেসো বেতনের প্রাইভেট স্কুলের শিক্ষকফেলিপে মনতেরো হঠাৎ করেই সন্ধান পান আকর্ষণীয় এক চাকরির, যার বেতন চার হাজার পেসো। এক রেস্তোরাঁয় বসে তিনি খবরের কাগজে দেখতে পান বিজ্ঞাপনটি। ইতিহাসে উচ্চতর ডিগ্রিধারী মনতেরোর মনে হয়, এ চাকরিই তিনি খুঁজছেন এত দিন ধরে। বিজ্ঞাপনটিতে কোনো ফোন নম্বর দেওয়া নেই, শুধু একটি ঠিকানা আছে সেখানে, যার অর্থ হলো প্রার্থীকে সশরীরে উপস্থিত হতে হবে। যথাসম্ভব দ্রুত ঠিকানাটায় পৌঁছে যান ফেলিপে মনতেরো। আলো-আঁধারির এক রহস্যময় বাড়ি সেটা, যার কোনো দরজাতেই খিল লাগানো নেই, বাইরে থেকে সামান্য ধাক্কায় একেরপর এক খুলে যায় সেসব দরজা। ১০৯ বছরের বৃদ্ধা কনসুয়েলা তাঁর স্বামী জেনারেলইয়োরেন্তের স্মৃতিকথা সম্পাদনার কাজে নিয়োগ দেন ফেলিপে মনতেরোকে। এ বাড়িতে থাকতে এসে মনতেরো আরেকটি মেয়ের উপস্থিতি টের পান। সে আউরা, বৃদ্ধার ভাগনি, সমুদ্রের মতো সবুজ চোখের এক অসম্ভব সুন্দরী তরুণী। মনতেরোর মনে হয়, আউরাকে কোনো অজানা জাদুবলে আটকে রেখেছেন এই নিঃসঙ্গ বৃদ্ধা। পাশাপাশি তার প্রতি এক উদগ্র কামনা অনুভব করেন মনতেরো। যেকোনো ভাবে তাকে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেন মনে মনে। বাড়ির অস্বাভাবিক পরিবেশে মনতেরোর স্বপ্ন আর বাস্তবতা একাকার হয়ে যায়। জেনারেলের স্মৃতি পড়তে গিয়ে তিনি টের পান, বন্ধ্যা কনসুয়েলা সন্তান ও চিরস্থায়ী যৌবনের স্বপ্নে বিভোর। একপর্যায়ে আউরার সঙ্গে যৌন সম্পর্ক হয় ফেলিপে মনতেরোর। আউরাকে নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন তিনি। দ্বিতীয়বার মিলনকালে মনতেরো টের পান, সবুজ চোখের আউরা ক্রমে বদলে গিয়ে বৃদ্ধা কনসুয়েলার রূপ ধারণ করছে। প্রবল এক ঘোরের ভেতর তাঁর নিজেকে মনে হয় বৃদ্ধার প্রেমিক অথবা সেই জেনারেল,যার স্মৃতিকথা সম্পাদনার কাজটাই তিনি করছেন। #বইবাজার_রিভিউ_প্রতিযোগিতা_মার্চ_২০১৯