স্বৈরাচার এরশাদের পতনের পর বুর্জোয়া রাজনীতির দেউলিয়াপনার সুযোগে, ২০০৭ সালে সেনাবাহিনী আবারও দৃশ্যপটে আসে ১/১১-এর মাধ্যমে। সেনাবাহিনীর সমর্থনে গঠিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে, যা ছিল রাজনৈতিক উচ্চাভিলাষপ্রসূত। সে সময় জরুরি অবস্থা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তৎকালীন সেনাসমর্থিত সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেরেছিল বলেই ২০০৮ সালের শেষদিকে একটি নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সেনাবাহিনী দৃশ্যপট থেকে সরে যেতে বাধ্য হয়। এ আন্দোলন নিয়ে আরও বিস্তৃত-ব্যাপক আলোচনার পরিসর রয়েছে। তা ছাড়া এই স্বতঃস্ফ‚র্ত আন্দোলন বিভিন্ন পর্যায়ে কীভাবে রূপ বদলেছে, আন্দোলন কীভাবে দমনের চেষ্টা করা হয়েছে, কীভাবে জরুরি অবস্থার মধ্যেই আন্দোলনের দ্বিতীয় পর্যায়কে সংগঠিত করা হয়েছিল, সে বিষয়গুলোও হতে পারে শিক্ষণীয় ও অনুপ্রেরণার এক অফুরন্ত আধার। লেখক অভিনু কিবরিয়া ইসলাম ঢাকা বিশ্ববিদ্যায়ে দ্বিতীয় বর্ষের ছাত্র থাকাকালীন সময়ে প্রত্যক্ষভাবে অংশ নেন আগস্ট ছাত্র আন্দোলনে। আজ দীর্ঘ এক দশক পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে সেই আন্দোলনের স্মৃতিচারণ করেছেন বইটিতে। যেটি ছাত্রপক্ষের দৃষ্টিতে আন্দোলনকে দেখার অভাব পূরণ করবে বহুলাংশেই।
অভিনু কিবরিয়া ইসলাম
Title :
আগস্ট ছাত্রবিদ্রোহ : ছাত্রপক্ষের জবানবন্দি