বাবার পথ অনুসরণ করে অগ্নিলা নিজেকে একজন অগ্নিযােদ্ধা হিসেবে গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। ফায়ার অ্যান্ড রেসকিউ অ্যাকাডেমিতে একজন ট্রেইনি হিসেবে যােগ দেয় সে। ফায়ার ফাইটার হবে কি না একটা মেয়ে! সহশিক্ষার্থীরা বাঁকা চোখে তাকায় তার দিকে। কমব্যাট ইন্সট্রাক্টর ঋদ্ধ স্যার তাকে ভালাে চোখে দেখেন না। ভুল বুঝে শাস্তিও দেন তিনি। তবু সব বাধা-বিঘ্ন পায়ে ঠেলে অগ্নিলা এগিয়ে চলে সামনে।। অগ্নিলা কি পারবে একজন প্রকৃত অগ্নিযােদ্ধা হয়ে উঠতে?