আমি অগ্নিলা। বিধ্বংসী আগুন থেকে উঠে আসা সাহসী এক মেয়ে। যে গল্পটি আমি শােনাতে যাচ্ছি, সেটি একইসাথে আমার বাবারও গল্প। তিনি ছিলেন অকুতােভয় এক অগ্নিযােদ্ধা। বিপদগ্রস্ত মানুষের দিকে হাত বাড়াতে তিনি কখনাে দ্বিধা করেননি। কখনাে অন্যায়ের সামনে মাথা নত করেননি, বরং সকল অন্যায় তার সামনে এসে ধুলােয় মিশে গেছে। সেই বাবার কাছ থেকে আমি আগুনকে চিনতে শিখেছি। ভয় নয়, জয় করতে শিখেছি সকল প্রতিবন্ধকতাকে। এটি আমার যাত্রা শুরুর গল্প। এই গল্পে আমি সঙ্গে নিতে চাই তােমাদের সকলকে।