পঞ্চগীতি কবির স্বনামধন্য কবি অতুলপ্রসাদ সেন খুব বেশি গান লেখেননি। কিন্তু যে গানগুলিই প্রকাশিত হয়েছে তা বৈশিষ্ট গুণে ভরপুর। সব শ্রেণির শ্রোতাদের মন আকৃষ্ট করেছে তাঁর গান ।
রবীন্দ্র স্নেহধন্য অতুল পেশাজীবী হিসেবে ছিলেন ব্যারিস্টার, খুব ব্যস্ত জীবন ছিল তাঁর। তবুও তিনি বিভিন্ন পর্যায়ের গীত রচনা করে বাংলা গানকে সমৃদ্ধ করেছেন।
অতুলপ্রসাদ সেনের গানগুলো-দেবতা, প্রকৃতি, স্বদেশ, মানব ও বিবিধ পর্যায়ভুক্ত। গানের শিরোদেশে রাগের নামের উল্লেখ দেখে বোঝা যায় শাস্ত্রীয় সংগীত সম্পর্কে তাঁর ধারনা ছিলো। তিনি নিজে গান লিখতেন, গাইতেনও।
অতুলের গানকে সহজবোধ্য করার প্রচেষ্টা থেকেই অতুলপ্রসাদ সেন সংগীত অভিধান।