আপনি চাকরি করে মাসের পর মাস কষ্ট করে উপার্জন করেন। সে টাকা যদি চুরি হয়ে যায় বা কেউ নিয়ে নেয় তাহলে কেমন লাগবে আপনার?
গীবতটাও ঠিক এরকমই। কষ্ট করে অর্জিত নেক আমল গুলো অন্যের আমলনামায় চলে যাচ্ছে। এদিকে আপনি ঘুনাক্ষরেও আপনি টের পাচ্ছেন না যে কতোবড় ক্ষতি হয়ে যাচ্ছে। কেয়ামতের দিন যখন নেক-বদির হিসাব হবে সেদিন বুঝে আসবে যে আসলেই কতোবড় সাংঘাতিক ভুল হয়ে গেছি।
সেদিন আর হা-হুতাশ করে কোনো লাভ হবে না, আক্ষেপে নিজের হাত নিজে কামড়িয়েও কোনো লাভ হবে না।
তাই সচেতনতা এখন থেকেই। আর এই সচেতনতা তৈরি করতে “আত্মার ব্যাধি গীবত” বইটি আপনার জন্য ভীষণ সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছি। বইটির প্রতিটি পাতায় পাতায় আপনি গীবত থেকে বেঁচে থাকার ফর্মুলা খুঁজে পাবেন। জানতে পারবেন কিভাবে অতি সহজে আমরা গীবত করে ফেলি। আর কিভাবেই বা নিজেদের নেকিগুলো নষ্ট করি!