এই বই কবি শঙ্খ ঘোষের পাঠপ্রতিক্রিয়ার সংকলন। কিন্তু এ ঠিক আমাদের চেনা পাঠ নয়। আমরা বাংলা কবিতার স্থানীয় পাঠ এবং প্রতিক্রিয়ায় অভ্যস্ত। স্থানীয় কবি, স্থানীয় সমঝদার ও সমালোচক নিয়ে সে এক ছোট্টো বৃত্ত। কিন্তু জলে টুপ করে পড়া উপলখণ্ডটি যে ঢেউ তোলে, তার তরঙ্গ তো শুধু এই ছায়াচ্ছন্ন ঘেরাটোপেই আটকে থাকেনা। তা যে ধারণার সীমানা ছাড়িয়ে চলে যায় অনেক বেশি দূরে, এই সংকলন তার প্রত্যক্ষ প্রমাণ। শঙ্খ ঘোষের কবিতা নিয়ে এখানে লিখেছেন ভারতের নানা ভাষার প্রতিষ্ঠিত কবিরা। লিপিবদ্ধ করেছেন কবি ও তাঁর কবিতা নিয়ে তাঁদের নিজস্ব পাঠ। কেউ কেউ এঁকেছেন ছবি। সেসবই ধরা থাকল, এই দুই মলাটের মধ্যে। শঙ্খ ঘোষের কবিতা যে শুধু স্থানীয় নয়, তার তরঙ্গ যে বহুদূরের বন্দরেও তৈরি করে নিজস্ব অনুরণন, এ বই তারই সাক্ষ্য দেয়।