কবিতার পৃথিবী মানেই তো স্বপ্নের পৃথিবী। আর সেই স্বপ্নের সারথি কমপক্ষে দুইজন : তুমি আর আমি । সেই দুইজনের একজন এখন রাশেদ রানা- কবির আদলে অবিনাশী প্রেমের যে আজন্ম যাযাবর। পরিযায়ী পাখির মতই কবি নিয়ত ভ্ৰমণপ্রবণ । প্রেম মানুষকে আত্মশুদ্ধির দিকে নিয়ে যায়। রাশেদ রানা প্রেমে শুদ্ধচিত্ত, তাই কবিতার বয়ানে কথনভঙ্গির আঙ্গিকে লিখেছেন আজন্ম সংরাগময় পংক্তিমালা, চিত্তকল্প বা উপমার চেয়ে বোধের গভীরতাই তাঁর কবির মূল শক্তি । রাশেদ রানা এঁকেছেন এমন এক শহরের চিত্র, যেখানে শ্বাস নেয়ার অক্সিজেন নেই, ভালোবাসার বৃক্ষ নেই । অথচ রাশেদ রানা বিশ্বাস করে, আজ থেকে সহস্র বছর পর পৃথিবীর কোনায় কোনায় ছেয়ে যাবে প্রেম’। অতলান্তিক প্রেমের কবি রাশেদ রানার এখানেই কাব্য সিদ্ধ ।
আমি তার কবি জীবনের সাফল্য কামনা করি ।