পৃথিবীতে সবকিছু সাম্যাবস্থায় থাকতে চায়। আর সাইলেন্স বা
নীরবতায় প্রকৃতি তার আসল রূপ প্রকাশ করে।
আপনি যদি নিজেকে জানতে চান, তাহলে আপনাকে
ভেতরে-বাইরে নীরব হয়ে যেতে হবে।
আমি আপনার এ নীরবতার সঙ্গী হয়ে কিছু পথ,
কিছু পরীক্ষা দেখিয়ে দিতে পারি।
সেগুলো নিজে হাতে-কলমে পরীক্ষা করে আপনি
লাভ করতে পারেন আত্মজ্ঞান।
শুধু একটু সাহসী হতে হবে। নিজের ভেতর, নিজের সাথে
থাকার ইচ্ছা থাকতে হবে।
আর সর্বদা বর্তমান সময়ে উপস্থিত থাকতে হবে। আপনি নিজে যা দেখতে পাচ্ছেন, তাতে আস্থা রাখতে হবে।
আপনি কি প্রস্তুত?
তাহলে আসুন, আমার সাথে ডুব দিন এ নীরবতায়।