ফ্ল্যাপের কিছু কথাঃ রম্যরচনার কাজটি একটি দুরূহ কাজ। উপাদান গুরু অথচ তা দিয়ে লঘু পাক করতে হবে। অবস্থাটা সহজেই অনুমেয়। বিশ্বের সবচাইতে কঠিন কাজ হলো দর্পনের সাহায্য ছাড়া পরিপার্শ্ব এর মধ্যে নিজেকে খুঁজে পাওয়া। হানিফ সংকেত সেই দুর্লভ শক্তির অধিকারী। তার প্রতিটি লেখাতেই রয়েছে এক ধরনের আনন্দ আর একরকম মজা। বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘ এগারো বছর ধরে তার পরিচালনা ও উপস্থাপনা ‘ইত্যাদি’ নামে একটি বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। নিকট অতীতে আর কোন অনুষ্ঠান এতটা জনপ্রিয়তা লাভ করেনি। এর কারণ অনুষ্ঠানটিতে রয়েছে সমাজ ও সময়ের নানান জীবন্ত ছবি। চলমান জীবনের অসংগতিগুলোর প্রতি অঙ্গুলি নির্দেশ । রয়েছে রঙ্গ ও ব্যাঙ্গের কষাঘাত । বিদ্রূপ বা কটাক্ষ থাকলেও তার অনুষ্ঠানে আদ্যন্ত আকর্ষণ তার রসালো উপস্থাপনা। ইত্যাদিতে পরিবেশিত বিভিন্ন নাট্যাংশগুলোকে জড়ো করেই এই গ্রন্থ আটখানার পাটখানা। বিষয়গুলো ইতিপূর্বে ইত্যাদিতে প্রচারিত হলেও তার বর্ণনা ভঙ্গির গুনে প্রতিটি বিষয় মনে হবে সদ্যতম, তাজা, নিখুঁত,নিপুন ও জলজ্যান্ত। টেলিভিশনে পর্দায় এক দুবার দেখিয়েই যেন বিষয়গুলো হারিয়ে না যায় সেজন্যই গ্রন্থাকারে প্রকাশ করা হলো। ইত্যাদি যেমন দর্শকপ্রিয় হয়েয়ে তেমনি সর্বজনভোগ্য, বুদ্ধিদীপ্ত, ঝকঝকে এই সরস গ্রন্থ ‘আটখানার পাটখানা’ও পাঠক প্রিয় হবে বলেই আমাদের বিশ্বাস। সূচিপত্র * আটখানা পাটখানা * বোঝার ভুল * ম্যাচিং সমস্যা * আকাশ পাতাল রিয়েল স্টেট * পরিচয় * ছিনিমিনি খেলা * চাকরি চাই * অ-সুখ * তিন মাহাত্ন্য