পুলিশের সিনিয়র এএসপি মনিরুল আলম মারুফের সাথে তুচ্ছ কারণে ঝগড়া হবার কিছুক্ষণ পরেই খু ন হয়ে যায় বড়োলোকের বখাটে ছেলে এবং মিডিয়া ব্যক্তিত্ব জাকির আদনান। সমস্ত দোষ গিয়ে পড়ে মারুফের ওপরে। ডিপার্টমেন্ট, মিডিয়া থেকে শুরু করে খোদ হোম মিনিস্টারও উঠে পড়ে লাগে ওকে খু নি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্যে। এমন পরিস্থিতিতে বড়োকর্তা তাকে সাসপে ন্ড করে অ্যা রেস্ট করার আগে আটচল্লিশ ঘণ্টা সময় বেঁধে দেয় খুনি ‘কে’ সেটা খুঁজে বের করার জন্যে। ওকে সাহায্য করতে এগিয়ে আসে ডিপার্টমেন্টের জুনিয়র কায়সার এবং আইটি এক্সপার্ট আলীম পাটোয়ারী।
খু নিকে খুঁজে বের করার জন্যে ওদের হাতে সময় আছে মাত্র আটচল্লিশ ঘণ্টা... জীবন ও মৃত্যুর মাঝখানে বেঁধে দেওয়া আটচল্লিশ ঘণ্টা...
রবিন জামান খান
রবিন জামান খানের জন্ম ময়মনসিংহ শহরে, পৈত্রিক নিবাস নেত্রকোনার কেন্দুয়ায়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পড়শােনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষাতত্বে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেন। শিক্ষকতাকে পেশা ও লেখালেখিকে নেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। ইতিমধ্যেই বিভিন্ন সঙ্কলনে বেশকিছু মৌলিক ও অনুবাদ গল্প প্রকাশিত হয়েছে। বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তার মৌলিক গৃলার উপন্যাস ২৫শে মার্চ, সপ্তরিপু, ফোরটি এইট আওয়ার্স, দিন শেষে, আরােহী ও অন্ধ প্রহর। বাংলাদেশের পাশাপাশি কলকাতা থেকে পুণপ্রকাশিত হয়েছে তার ২৫শে মার্চ ও সপ্তরিপু। ভারতবর্ষের ইতিহাস ও ইতিহাসের রহস্যময় ঘটনাবলী নিয়ে আগ্রহ থেকে বর্তমানে কাজ করে চলেছেন একাধিক ইতিহাস নির্ভর ধূলার উপন্যাস নিয়ে। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত আছেন তিনি।