

এটাই হয়তো জীবনের শেষ রমযান (হার্ডকভার)
যথার্থ প্রস্তুতির অভাবে অনেক সময় রমযানের প্রথম দিকের সময়গুলো অবহেলায় নষ্ট করে ফেলি । যথাযথ প্রস্তুতি না থাকায় আমাদের মাঝে না থাকে রমযানের গুরুত্ব-অনুভব, না থাকে কুরআন তিলাওয়াতের অনির্বচনীয় স্বাদ আর না থাকে কিয়ামুল লাইল ও তারাবীহ্ নামাযে বিনম্রতার অনুভূতি । রমযানের মতো মহা মূল্যবান এক নিয়ামত পেয়েও যদি আখিরাতের প্রস্তুতি না নেই তাহলে আর কখন নিবো ? এজন্য যে বইগুলো আপনাকে সাহায্য করবে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে, "এটাই হয়তো জীবনের শেষ রমযান" ।
এটাই হয়তো জীবনের শেষ রমযান”–বইটি রমযানের আগে নিজেকে প্রস্তুত করার এক অসাধারণ ম্যানুয়াল । এটা আপনাকে রমযানের জন্য উজ্জীবিত করবে । রমযান যে আসলে কতটা মূল্যবান, সেই অনুভূতি আপনার মধ্যে তৈরি করে দিবে । বইটি পড়ার পর আপনি চাইবেন না যে, রমযান মাসের একটা মুহূর্তও আর নষ্ট হোক । মনে হবে এটাই জীবনের শেষ রমযান,শেষ সালাত,শেষ কিয়ামুল লাইল,শেষ তিলাওয়াত,শেষ ইতেকাফ,শেষ তওবাহ্ ।
ফেসবুকে ভাল লিখতেন এমন কিছু ভাই যেমন শাহাদাত ফয়সাল, জাভেদ কায়সার, বান্দা রেজা ভাই গত রমজান পেয়েছিলেন, কিন্তু এবার আল্লাহর মেহমান। এটাই জীবনের বাস্তবতা। আর এ বাস্তবতাকে সামনে রেখেই ড রাগিব সিরজানি খুব সুন্দর একটি বই লিখেছেন। "এটাই হয়তো জীবনের শেষ রমযান" বইটি কলেবরে ছোট, ৮৮ পেজের। কিন্তু বইটির আলোচনা খুবই চিত্তাকর্ষক। বইটি আপনাকে এমনভাবে রমযানের প্রস্তুতি নিতে শেখাবে যেমন প্রস্তুতি আপনি নিতেন যদি আপনি জানতেন এই রমযানই আপনার জীবনের শেষ রমযান। বইয়ের শুরুতে মৃত্যুর বাস্তবতা নিয়ে সালাফদের কাহিনী আলোচিত হয়েছে। মৃত্যুভয় সালাফদের কাবু করত না, বরং অধিক আমলে উৎসাহী করত। এরপর বইতে নবীজির আদর্শে রমযান পালনের বিভিন্ন আমলের ব্যাপারে আলোচনা এসেছে। আপনি যদি জানতেন এই রমযান আপনার শেষ রমযান তাহলে আপনার নামাজ কেমন হত? নামাজে খুশু কেমন থাকত? দুআ কেমন করতেন? জীবনের শেষ রমযানে আপনার রোযাগুলোর কোয়ালিটি কেমন হওয়া উচিত? আপনার তাহাজ্জুদ কেমন হওয়া উচিত? – এসব ব্যাপারে অসাধারণ কিছু দিকনির্দেশনা দেয়া হয়েছে এ বইতে। এটাই হয়তো জীবনের শেষ রমযান
SIMILAR BOOKS
