বিমল চক্রবতা জন্ম ১৯৭৩ সালে। উদয়পুর মহকুমার বারভাইয়া গ্রামে। বিমল চক্রবতী মূলত কবি। এখন পর্যন্ত পাচটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। কবি বিমল চক্রবর্তী ব্যতিক্রমী প্রাবন্ধিকও বটে। সমালােচনা সাহিত্যের অন্যতম নির্মাণ শিল্পী বিমল চক্রবর্তী।
এ যাবৎ প্রকাশিত গ্রন্থগুলাে হল বেটলিঙের স্বপকোষ', ‘ইউথেনসিয়া’, ‘আমার রাতনদী আমার রাতফুল’, ‘অশ্রু কিংবা প্রতীক্ষা' এবং 'শােভামান্ডিকে খােলা চিঠি ও অন্যান্য কবিতা'। নতুন গ্রন্থ “অদ্বৈত মল্লবর্মণ : ব্রাত্য জীবনের ব্রাতা কথাকার'।