উভচর মানব শত শত বছর ধরে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজা জনগােষ্ঠী সমুদ্রে বসবাস করে আসছে। তাদের পেশা ডাইভিং। সাগরের গভীরে ডুব দিয়ে খাদ্য, সম্পদ আহরণ করে তারা। প্রজন্মের পর প্রজন্ম এই কাজ করে আসছে বলে প্রকৃতি অতি ক্ষমতাশালী ডুবুরিতে পরিণত করেছে তাদেরকে। ডুব দিয়ে ৭৯ মিটার (২৫৯ ফুট) নিচে নেমে যেতে পারে বাজারা।প্রায় ১৩ মিনিট কাজ করতে পারে পানির নিচে। এই যাযাবর গােষ্ঠী ঐতিহ্যগতভাবে সাগরেই বাস করে, বড় বড় হাউস বােটে। ডুব দিয়ে প্রবালপ্রাচীর ও গরান বনের মূল্যবান প্রাকৃতিক সম্পদ তুলে আনাই তাদের মূল পেশা। তাই তাদের রােজকার কর্মঘণ্টার প্রায় ৬০ ভাগ সময়ই পানির নিচে কাটে। বাজাদের সাফল্য নির্ভর করে যত বেশি সম্ভব গভীরে নেমে যাওয়া এবং কত দীর্ঘ সময় দম আটকে রাখা যায়, তার ওপর। ফিলিপাইন, ইন্দোনেশিয়া আর মালয়েশিয়ার সমুদ্র তীরবর্তী এলাকায় এদের বাস।